History
চিকিৎসা শিক্ষার জগতে পোস্ট-গ্র্যাজুয়েশন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। পোস্ট-গ্র্যাজুয়েশনের মতো গুরুত্বপুর্ণ ধাপ অতিক্রম করতে গিয়ে মনে জাগে নানা প্রতিবন্ধকতা। একজন চিকিৎসক তার MBBS ও Intern শেষ করে কিভাবে পোষ্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করবে? আদৌ কি এক চান্সেই FCPS বা Residency/Non-Residency ডিগ্রি অর্জন করতে পারবে? Residency/ Non- Residency সেটা আবার কেমন কোর্স? Residency/ Non- Residency এর MD/ MS নাকি M.Phill/MPH/Diploma/M.MED কোন ডিগ্রির জন্য আবেদন করবে? ঠিক একইরকম প্রশ্নবানে দ্বিধান্বিত ছিলেন ৩৩ তম BCS এ অংশগ্রহন করা কতিপয় মেধাবী তরুন চিকিৎসকদের মনে। এরকম সংশয়পূর্ণ দ্বিধান্বিত প্রশ্নের সমাধান খুজতে বর্তমান BMU এর লাইব্রেরিতে একত্রিত হন কতিপত স্বপ্নবাজ তরুন চিকিৎসক। স্বপ্নবাজ তরুন চিকিৎসকদের সহযোগিতার সারথী হন তখনকার BMU এর সিনিয়র কতিপয় চিকিৎসক। সিনিয়র চিকিৎসকদের গাইডলাইনে স্বপ্নবাজ তরুন চিকিৎসকদের মনে জাগে আশার আলো। সেই আলোয় পুলকিত হয়ে “স্বপ্ন দেখাই, স্বপ্ন বুনি” এই স্লোগানে স্বপ্নবাজ তরুনদের হাত ধরেই বর্তমান BMU এর পাশে হাবিবুল্লাহ রোডে ২০১২ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয় GENESIS (Post Graduation Medical Orientation Centre)
সদ্য Intern শেষ করা একজন চিকিৎসক কিভাবে এক চান্সেই FCPS Part-1 বা MCPS ডিগ্রি অর্জন করবে? Residency/ Non- Residency এর মতো কঠিন পরীক্ষার জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করবে? চিকিৎসকদের মনের এসব সংশয়পূর্ণ প্রশ্নের সমাধানের পাশাপাশি সঠিক গাইডলাইনের জন্য আলোকবর্তিকা হিসেবে আবির্ভুত হয় GENESIS. চিকিৎসক কমিউনিটিকে উচ্চতর ডিগ্রী গ্রহণে সহায়ক অনন্য প্রতিষ্ঠান হিসেবে GENESIS এর পথচলা। চিকিৎসক কমিউনিটিকে উচ্চতর ডিগ্রী গ্রহণে সহায়তা করার মধ্য দিয়ে একজন যোগ্য,দক্ষ,বিচক্ষণ এবং কৌশলি চিকিৎসক হিসেবে গড়ে তুলে দেশ,জাতি ও সমাজ উন্নয়নে অংশীদার করার জন্য কাজ করে যাচ্ছে GENESIS
প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে চিকিৎসা শিক্ষার্থীদের আস্থার প্রতীক হয়ে উঠেছে GENESI। অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, মানসম্মত পাঠ্যক্রম ও আধুনিক শিক্ষণ পদ্ধতির মাধ্যমে অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি ব্যাপক সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত অসংখ্য চিকিৎসক জেনেসিসের দিকনির্দেশনা ও সঠিক গাইডলাইনে দেশ-বিদেশের বিভিন্ন পোস্ট-গ্র্যাজুয়েশন ডিগ্রী সফলভাবে সম্পন্ন করেছেন।
বর্তমানে জেনেসিস শুধু একটি Consultancy Centre -ই নয়; এটি চিকিৎসা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের এক নির্ভরযোগ্য অংশীদার। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আরও নতুন কোর্স, আধুনিক প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে চিকিৎসা শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচনের পরিকল্পনা করছে। মানসম্মত শিক্ষা ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে ভবিষ্যতের দক্ষ চিকিৎসক তৈরির যে অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠানটির জন্ম, তা আজও অটল। জেনেসিস বিশ্বাস করে “সঠিক প্রস্তুতি, সঠিক দিকনির্দেশনা—সাফল্যের চাবিকাঠি”