History / প্রেক্ষাপট
জেনেসিস হচ্ছে একটি "Post Graduation Medical Orientation Centre", যেখানে একজন মেডিকেল শিক্ষার্থীকে তার MBBS অথবা BDS সম্পন্ন করার পর দেশে বা দেশের বাইরে "Post Graduation" সম্পর্কিত সকল সেবা দেওয়া হয়।
সাধারণত একজন ডাক্তার তাঁর Graduation শেষ করার পর চাইলে Practice করতে পারেন অথবা পোষ্ট গ্রাজুয়েশন, বিসিএস বা অন্যান্য চাকুরির প্রস্তুতি নিতে পারেন। কেউ কেউ বিদেশে উচ্চশিক্ষার জন্যও যেতে পারেন। জেনেসিস এই সম্পর্কিত সকল ধরনের সেবা দেওয়ার মাধ্যমে একজন ডাক্তারের এই দীর্ঘ পেশাগত যাত্রায় একজন সহযোগী হিসেবে পাশে থাকে।
“একজন চিকিৎসক যেন তাঁর ক্যারিয়ার ঠিকঠাক গড়তে পারেন—এই লক্ষ্যেই জেনেসিস পথ প্রদর্শকের ভূমিকা পালন করে”