Genesis Alumni
Home
Archive Gallery Events Contact

Introduction

“স্বপ্ন দেখাই, স্বপ্ন বুনি” এই স্লোগানে “চিকিৎসক মানুষের বন্ধু, জেনেসিস চিকিৎসকদের বন্ধু” এই মটোকে ধারণ করেই জেনেসিসের পথচলা। অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, মানসম্মত পাঠ্যক্রম ও আধুনিক শিক্ষণ পদ্ধতির মাধ্যমে এখন পর্যন্ত প্রায় লক্ষাধিক চিকিৎসক জেনেসিসের সেবা গ্রহণ করেছেন। প্রতি বছর প্রায় ২,০০০ (দুই হাজার) চিকিৎসক দেশ-বিদেশের বিভিন্ন পোস্ট-গ্র্যাজুয়েশন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন। প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত প্রায় ১০,০০০ (দশ হাজার) চিকিৎসক জেনেসিসের দিকনির্দেশনা ও সঠিক গাইডলাইনে দেশ-বিদেশের বিভিন্ন পোস্ট-গ্র্যাজুয়েশন ডিগ্রী সফলভাবে সম্পন্ন করেছেন।

“জেনেসিস” চিকিৎসক কমিউনিটিকে উচ্চতর ডিগ্রী গ্রহণে সহায়তা প্রদান করার মধ্য দিয়ে একজন যোগ্য, দক্ষ, বিচক্ষণ এবং কৌশলি ডাক্তার হিসেবে গড়ে তুলে দেশ, জাতি ও সমাজ উন্নয়নে অংশিদার করার প্রানান্তকর চেষ্টা করে যাচ্ছে। ডাক্তার কমিউনিটির উচ্চতর ডিগ্রী গ্রহণের মধুর স্মৃতি, রঙ্গীণ স্বপ্ন ও স্মৃতিময় অতীতকে জাগরুক রাখার নিমিত্তে “জেনেসিস” এর সাথে সম্পৃক্ত চিকিৎসকদের পেশাদারিত্বে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠিত হয় “জেনেসিস অ্যালামনাই”। এজন্য একটি আহবায়ক কমিটি গঠিত হয় ২০২৫ সালের মার্চ মাসে। ২০২৫ সালের মে মাসে আহবায়ক কমিটি প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করে। প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানেই গঠিত হয় এসোসিয়েশনের প্রথম পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ। আহবায়কবৃন্দ এসময় অ্যাসোসিয়েশনের জন্য সুন্দর একটি গঠনতন্ত্রও উপহার দেয়।

অ্যাসোসিয়েশনের মূল্য লক্ষ্য হল জেনেসিস এর সাথে সম্পৃক্ত চিকিৎসকদের পেশাদারিত্বে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা নিশ্চিত করে ডাক্তার কমিউনিটির মাঝে কার্যকর মেলবন্ধন রক্ষা করা, সকলের মাঝে একতা, সৌহাদ্য স্থাপন করার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখা।