Introduction
“চিকিৎসক মানুষের বন্ধু, জেনেসিস চিকিৎসকদের বন্ধু” এই মটোকে ধারণ করে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় জেনেসিস। ২০১২ সাল থেকে ডাক্তার কমিউনিটিকে উচ্চতর ডিগ্রি গ্রহণে সহায়ক একটি প্রতিষ্ঠানের রূপে পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করে জেনেসিস।
ডাক্তার কমিউনিটির উচ্চতর ডিগ্রি গ্রহণের মধুর স্মৃতি, রঙিন স্বপ্ন এবং স্মৃতিময় অভিজ্ঞতাকে জাগরুক রাখার নিমিত্তে জেনেসিস এর সাথে সম্পৃক্ত চিকিৎসকদের পেশাদারিত্বে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা নিশ্চিত করা হয়।
২০২৫ সালে প্রতিষ্ঠিত হয় “জেনেসিস অ্যালামনাই”। এ উপলক্ষে ২০২৫ সালের মার্চ মাসে আহ্বায়ক কমিটি গঠিত হয় এবং মে মাসে অনুষ্ঠিত হয় প্রথম পুনর্মিলনী। এই পুনর্মিলনী অনুষ্ঠানে গঠিত হয় এসোসিয়েশনের প্রথম পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ এবং আহ্বায়ক কমিটি একটি সুন্দর ও কার্যকর গঠনতন্ত্র উপহার দেয়।
অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য
জেনেসিস অ্যালামনাই-এর লক্ষ্য হলো সকল সদস্যের মধ্যে কার্যকর মেলবন্ধন রক্ষা করা, পেশাদারিত্বে শ্রেষ্ঠত্ব অর্জনে সহায়ক হওয়া এবং একতা ও সৌহার্দ্য বজায় রাখা। এ লক্ষ্যে সংগঠনটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।
- শক্তিশালী রেফারেল সিস্টেম গড়ে তোলা
- কর্পোরেট হেলথ চেক-আপ প্রোগ্রাম
- বিভিন্ন কর্পোরেট অফিস, ব্যাংক, টেলিকম, ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে স্বাস্থ্যসেবা সংক্রান্ত চুক্তি
- সমবায় সমিতির মাধ্যমে ব্যবসায়িক অংশীদারিতে অংশগ্রহণ
- ফ্রি হেলথ ক্যাম্প এবং রোগ সচেতনতা কর্মসূচি
- তরুণ চিকিৎসকদের জন্য স্কিল ডেভেলপমেন্ট ও ক্লিনিক্যাল কেস স্টাডি ওয়ার্কশপ
- গবেষণামূলক কাজ পরিচালনার জন্য অনুদান বা ফান্ডিং