জেনেসিস অ্যালামনাই কি?
“স্বপ্ন দেখাই, স্বপ্ন বুনি” এই স্লোগানে “চিকিৎসক মানুষের বন্ধু, জেনেসিস চিকিৎসকদের বন্ধু” এই মটোকে ধারণ করেই জেনেসিসের পথচলা।“জেনেসিস” চিকিৎসক কমিউনিটিকে উচ্চতর ডিগ্রী গ্রহণে সহায়তা প্রদান করার মধ্য দিয়ে একজন যোগ্য, দক্ষ, বিচক্ষণ এবং কৌশলি ডাক্তার হিসেবে গড়ে তুলে দেশ, জাতি ও সমাজ উন্নয়নে অংশিদার করার প্রানান্তকর চেষ্টা করে যাচ্ছে। ডাক্তার কমিউনিটির উচ্চতর ডিগ্রী গ্রহণের মধুর স্মৃতি, রঙ্গীণ স্বপ্ন ও স্মৃতিময় অতীতকে জাগরুক রাখার নিমিত্তে “জেনেসিস” এর সাথে সম্পৃক্ত চিকিৎসকদের পেশাদারিত্বে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠিত হয় “জেনেসিস অ্যালামনাই”।