কিভাবে জেনেসিস অ্যালামনাই-এর সদস্য হবো?
জেনেসিস অ্যালামনাই জেনেসিসের সাথে সম্পৃক্ত চিকিৎসকদের নিয়ে গঠিত অ্যালামনাই। জেনেসিস অ্যালামনাই এর সদস্য হতে হলে হালনাগাত রেজিষ্ট্রেশন BMDC নাম্বার থাকতে হবে এবং জেনেসিসের প্রতিষ্ঠালগ্ন থেকে পোস্ট গ্রাজুয়েশন কোর্সে চান্সপ্রাপ্ত/পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন চিকিৎসক হতে হবে। সদস্যপদ গ্রহণের জন্য আমাদের ওয়েবসাইটে একটি আবেদন ফর্ম পূরণ করতে হবে, যা আমাদের কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হবে।