Genesis Alumni Logo
Home
Archive FAQ Gallery Events Contact

জেনেসিস অ্যালামনাই এর কাজ কি?

জেনেসিস অ্যালামনাই এর মূল লক্ষ্য হল জেনেসিস এর সাথে সম্পৃক্ত চিকিৎসকদের পেশাদারিত্বে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা নিশ্চিত করে ডাক্তার কমিউনিটির মাঝে কার্যকর মেলবন্ধন রক্ষা করা, সকলের মাঝে একতা, সৌহাদ্য স্থাপন করার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখা। এর পাশাপাশি নির্মোক্ত বিষয়গুলো নিয়েও জেনেসিস অ্যালামনাই কাজ করছে,

  • ➤ ডাক্তারদের মধ্যকার শক্তিশালী রেফারেল সিস্টেম তৈরি করা।
  • ➤ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কর্পোরেট চুক্তি করার মাধ্যমে অ্যালামনাই সদস্যদের সুযোগ সুবিধা নিশ্চিত করা। 
  • ➤ অ্যালামনাই এর উদ্যোগে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল চালু করা।
  • ➤ অ্যালামনাই এর উদ্যোগে স্বাস্থ্য সাংবাদিকতা ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি গ্রহন করা। 
  • ➤ সম্প্রীতি পেশাজীবি সমবায় সমিতির সদস্য হওয়ার মাধ্যমে সঞ্চয় জমা ও মুনাফা লাভের অংশীদার হওয়া।
  • ➤ চিকিৎসকদের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয়ে গবেষণা ও প্রকাশনা সামগ্রী প্রকাশ করা। 
  • ➤ ক্লিনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজন করা।
  • ➤ কমিউনিটি স্বাস্থ্যসেবা ও জনসেবা কার্যক্রম চালু করা।
  • ➤ অ্যালামনাই সদস্যদেরকে নেটওয়ার্কিং ও সোশ্যাল ইভেন্ট কার্যক্রমে সম্পৃক্ত করা।