জেনেসিস অ্যালামনাই এর কাজ কি?
জেনেসিস অ্যালামনাই এর মূল লক্ষ্য হল জেনেসিস এর সাথে সম্পৃক্ত চিকিৎসকদের পেশাদারিত্বে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা নিশ্চিত করে ডাক্তার কমিউনিটির মাঝে কার্যকর মেলবন্ধন রক্ষা করা, সকলের মাঝে একতা, সৌহাদ্য স্থাপন করার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখা। এর পাশাপাশি নির্মোক্ত বিষয়গুলো নিয়েও জেনেসিস অ্যালামনাই কাজ করছে,
- ➤ ডাক্তারদের মধ্যকার শক্তিশালী রেফারেল সিস্টেম তৈরি করা।
- ➤ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কর্পোরেট চুক্তি করার মাধ্যমে অ্যালামনাই সদস্যদের সুযোগ সুবিধা নিশ্চিত করা।
- ➤ অ্যালামনাই এর উদ্যোগে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল চালু করা।
- ➤ অ্যালামনাই এর উদ্যোগে স্বাস্থ্য সাংবাদিকতা ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি গ্রহন করা।
- ➤ সম্প্রীতি পেশাজীবি সমবায় সমিতির সদস্য হওয়ার মাধ্যমে সঞ্চয় জমা ও মুনাফা লাভের অংশীদার হওয়া।
- ➤ চিকিৎসকদের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয়ে গবেষণা ও প্রকাশনা সামগ্রী প্রকাশ করা।
- ➤ ক্লিনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজন করা।
- ➤ কমিউনিটি স্বাস্থ্যসেবা ও জনসেবা কার্যক্রম চালু করা।
- ➤ অ্যালামনাই সদস্যদেরকে নেটওয়ার্কিং ও সোশ্যাল ইভেন্ট কার্যক্রমে সম্পৃক্ত করা।